The Calcutta mirror desk: দীপাবলিতে বিরাট চমক দিলেন দীপভির। গত বছর গণেশ চতুর্থীর পরেই মা বাবা হয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তারপর থেকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রেখেছিলেন তাদের মেয়েকে। কোনভাবেই যাতে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা মেয়ের ছবি ভিডিও ভাইরাল না হয় সেদিকে কড়া নজর রেখেছিলেন বাবা-মা দুজনেই।
ক্যামেরার কাছ থেকে মেয়েকে বাঁচিয়ে রাখার পর এবার তাকে ভক্তদের সামনে আনলেন অভিনেতা-অভিনেত্রী। প্রিয় জুটির মেয়েকে দেখতে পেয়ে আনন্দে ভরিয়ে দিলেন ভক্তরা। মঙ্গলবার একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেন। আগেই জানিয়েছিলেন মেয়ের নাম রেখেছেন দুয়া। এই বিশেষ দিনে অর্থাৎ দীপাবলীর শুভ মুহুর্তে মেয়ের ছবি পোস্ট করে তারা অনুরাগীদের সাথে দীপাবলীর আনন্দের কথা ভাগ করে নিলেন। তবে সন্তানের মুখ সামনে এনে আর কোন বাড়তি কথা বলেননি এই জুটি। দীপাবলীর শুভেচ্ছা এবং ভালোবাসা এভাবেই ভক্তদের ভরিয়ে দিলেন বলিউডের এই চিরচেনা জুটি। এদিন মেয়েকে লাল আনারকলিতে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী।
স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়িতে পুজো হচ্ছে এবং সেখানেই মা-বাবার সঙ্গে সেই পুজো আনন্দ ভাগ করে নিচ্ছে ছোট্ট দুয়া। এদিকে ছোট্ট রাজকন্যার মুখ সামনে আনায় তাকে প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে সতীর্থরা। দীপাবলিতে তাদের ঘর আলো করেছে যে দুয়া তার ছবি প্রকাশে এনে ভবিষ্যৎকে আরো আলোয় ভরাতে চাইলেন বলিউডের এই অন্নতম হিট জুটি।