মানুষের সান্নিধ্য যে এতটাই ভয়াবহ হবে
কোনোদিন আগে তা ভাবিনি।
করমর্দনের জন্য বন্ধুর বাড়িয়ে দেওয়া হাত
কঠিন ভয়ের বশে ধরতে পারিনি।
এ কোন দুঃসহ দিন সমগ্র পৃথিবী জুড়ে আজ!
লণ্ডভণ্ড বিপর্যস্ত মনুষ্য সমাজ।
কার কাছে দাঁড়াবে সে এই দীর্ণ কঠিন সময়ে!
কে কবে আক্রান্ত হবে এ দারুন ভয়ে,
গুনে চলে গৃহবন্দী দিন।
কতদিনে শেষ হবে এ পাপের রক্তঝরা দিন!
অজেয় মানুষ নাকি বড়ো বেশি জেনেছে বিজ্ঞান
সে জানাই কাল হয়ে এলো মৃত্যুদূত এলো নাকি ধেয়ে!
সসাগরা ধরিত্রীর মিথ্যে অধীশ্বর হতে চেয়ে
মানবকল্যাণ, অন্ত্র মারণাস্ত্র বানাতে প্রয়াস
বিজ্ঞানী হয়েছে আজ রাষ্ট্রযন্ত্রের সেবাদাস।
ধ্বংস ও মৃত্যুর পরে নিভে যাবে যখন আগুন
ভয়ঙ্কর ভস্মস্তূপে বসে, তখন কি হবে মনস্তাপ?
এই যে মর্তিটার যজ্ঞ,আমাদেরি পঞ্জীভূত পাপ।