দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো , পল্লব : সম্প্রতি ভারতের জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। রিপোর্ট বলছে হিন্দু প্রধান ভারতে দিনদিন কমেছে হিন্দু সংখ্যা। অন্যদিকে ক্রমশ বাড়ছে সংখ্যালঘু সংখ্যা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের হাল কীরকম ? সেখানেও কি বেড়েছে সংখ্যালঘু সংখ্যা ? কী বলছে আমাদের পড়শিদেশটির আদমশুমারি রিপোর্ট ?
রিপোর্ট বলছে, বাংলাদেশের অবস্থা ভারতের মত নয়। স্বাধীনতার পর পড়শিদেশে যতজন হিন্দু ছিল এখন সেই সংখ্যা নাকি অনেকটাই কমে এসেছে। সেই সাথে কমেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও। উল্টে দিন দিন বেড়েই চলেছে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা। জানেন এখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত?
বাংলাদেশ বিউরো বলছে, দেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১৩.৫০ শতাংশ। তবে তা ক্রমশ কমতে কমতে এখন ঠেকেছে ৭.৯৫ শতাংশে। একই সাথে কমেছে খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদির সংখ্যাও।