লক্ষ্য ৪০০ ! ফের বাংলায় প্রচারে ঝড় তুলতে আসছেন মোদী

0
58

দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ষষ্ঠ দফার প্রচারে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবারই কলকাতায় আসার কথা তাঁর। রবি এবং সোমবার মিলিয়ে বাংলায় মোট ৬ জনসভা করার কথা মোদির।

সূত্রের খবর, রবিবার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে বাঁকুড়ায় জনসভা করবেন তিনি। বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনেও সেদিন প্রচার করতে পারেন। জনসভা করতে পারেন সেখানেও। রবিবার রাতে ফিরে রাজভবনে থাকার কথা। সোমবার অর্থাৎ পঞ্চম দফার ভোটের দিন চারটি জনসভা করতে পারেন মোদি। বিজেপি সূত্রে খবর, জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় সভা করতে পারেন। এর পর তমলুকে যাওয়ার কথা। সেখানে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করার কথা। তমলুক হয়ে মোদি যেতে পারেন ঘাটালে। তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সেখানে সভা। এর পর ঝাড়গ্রামে প্রার্থী প্রণত টুডুর সমর্থনে সভা। চতুর্থ সভাটি অগ্নিমিত্রা পলের সমর্থনে মেদিনীপুরে করার কথা মোদি।

এদিকে, রাজ‌্য বিজেপি নেতৃত্বের দাবি, উত্তর কলকাতা ও দমদম, এই দুটি আসন তাদের এবার টার্গেট। দল ভাল অবস্থায় রয়েছে। তাই মোদিকে দিয়ে এই দুই লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি নেতৃত্ব। দুই কেন্দ্রের দলীয় প্রার্থী তাপস রায় ও শীলভদ্র দত্তর সমর্থনে একেবারে উত্তর কলকাতা থেকে দমদম পর্যন্ত বর্ণাঢ‌্য রোড শো করবেন মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here