জানেন কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী মোদী ? দেখুন সম্পূর্ণ তথ্য

0
75

দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দেশের প্রধানমন্ত্রী তিনি। এক কথায় বলা যেতে পারে ‘ভারতের সর্বময় কর্তা’। যদিও তিনি দাবি করেন, তিনি ‘ফকির’, তাঁর কোনও পরিবার নেই, পিছুটান নেই। ফলে যে কোনও সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না। এহেন নরেন্দ্র মোদির ঝোলায় ঠিক কত সম্পত্তি রয়েছে? তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেশবাসীর। বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান। যেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদির গাড়ি, বাড়ি কিছুই নেই। তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি।

নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী, গাড়ি, বাড়ি এমনকী নিজের কোনও জমি না থাকলেও প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি। হিসেব বলছে, মোদির হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর জমা রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। এর পাশাপাশি ২.৮৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রয়েছে স্টেট ব্যাঙ্কে। এছাড়া অস্থাবর সম্পত্তির তালিকায় ৯.১২ লাখ টাকা একটি বিনিয়োগ রয়েছে তাঁর। এর পাশাপাশি ৪ টি সোনার আংটি রয়েছে প্রধানমন্ত্রীর। যার বাজার মূল্য ২.৬৮ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here