The Calcutta Mirror Desk , Pallab : চিনকে ছাপিয়ে অনেক আগেই জনসংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় সবার উপরে উঠে এসেছে ভারত। তবে এই জনবিস্ফোরণে লাগাম টানতে সরকারের তরফে এখনও কোনও উদ্যোগ চোখে পড়েনি। এহেন পরিস্থিতির মাঝে প্রকাশ্যে এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক রিপোর্ট যেখানে দাবি করা হয়েছে, দেশের ৩১টি রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হলেও ৫টি রাজ্যে বেলাগাম ভাবে বাড়ছে জন্মহার। যা উদ্বেগজনক বলে মেনে নিচ্ছে জেপি নাড্ডার মন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, দেশের যে ৫ রাজ্যে ব্যাপকভাবে জন্মহার বাড়ছে সেই তালিকায় সবার উপরে রয়েছে বিহার। এখানে প্রজনন হার ৩ শতাংশ। পাশাপাশি তালিকায় রয়েছে মেঘালয় (২.৯), উত্তরপ্রদেশ (২.৪), ঝাড়খণ্ড (২.৩) ও মণিপুর (২.২)। উল্লেখ্য, ভারতে মতো দেশে প্রজনন হার ২.১ শতাংশ স্বাভাবিক হার হিসেবে ধরা হয়। তার চেয়ে কম হলে দেশে যুব সমাজের তুলনায় বৃদ্ধের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। বর্তমানে এই সমস্যায় ভুক্তভোগী জাপান। তবে দেশের জনসংখ্যায় লাগাম টানতে বিশ্ব জনসংখ্যা দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, যে রাজ্য গুলিতে জন্মহার ব্যাপক ভাবে বাড়ছে সেখানে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।