বাংলাদেশে পুড়লো হিন্দু মন্দির , চুরমার জগন্নাথ বিগ্রহ ! মৌলবাদের বীভৎস রূপ

0
51

The Calcutta Mirror Desk , Pallab : বাংলদেশের বহু জায়গায় হিন্দুদের ওপরে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো-তে প্রকাশিত রিপোর্টে দাবি করা হল, মেহেরপুরে আওয়ামি লিগের এক হিন্দু নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। আরও অন্তত ৮টি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয় রিপোর্টে। জানানো হয়, পল্লব ভট্টাচার্য নামক এক আওয়ামি নেতার দো’তলা বাড়ির নীচ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পেশায় আইনজীবী পল্লববাবু বাড়িতে যত বই ছিল তা পুড়ে গিয়েছে। মেহেরপুরে আরও হিন্দুদের বাড়িতে হামলা হয়। মেহেরপুরে ইসকন মন্দিরেও হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সেখানে জগন্নাথ বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল থেকেই অশান্ত পরিবেশের ফাঁকে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে। এই নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে, সেদেশের ২৯টি জেলায় সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোহ। ভাঙা হয়েছে মন্দির। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এক বিবৃতি জারি করে সোমবার দাবি করেন, বাংলাদেশে ৪টি জেলাতে অন্তত ৯টি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here