রাখি বন্ধনের দিনেও ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা !

0
49

The Calcutta Mirror Desk , Pallab : রাখি পূর্ণিমার দিনেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। সোমবার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন-চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দু-এক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলা গুলির কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here