লেবাননের অন্তত ২০ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল !

0
13

The Calcutta Mirror , Pallab : শান্তির লক্ষ্যে আলোচনা পর্ব জারি। শোনা যাচ্ছে, যুদ্ধবিরতির পথে এগিয়ে গিয়েছে ইজরায়েল। অন্যদিকে চলেছে হামলা ও পালটা হামলা। মঙ্গলবার ফের লেবাননের অন্তত ২০ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল সেনা। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল যুদ্ধবিরতির পথে অনেকখানি এগিয়েছে ইজরায়েল। সংঘর্ষবিরতিতে যে সব শর্ত চাপানো হয়েছে তার মুখ্য বিষয়গুলি মেনে নেওয়া হলেও এখনও একাধিক বিষয়ে আলোচনা বাকি রয়েছে। গত রবিবার হেজবোল্লার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরই প্রকাশ্যে আসে বিষয়টি।

জানা যাচ্ছে, এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চলেছে আমেরিকা। হেজবোল্লার সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠক করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here