ঘোষণা হল সামনের বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ !

0
6

The Calcutta Mirror Desk , Pallab : ঘোষণা করা হল রাজ্যে সামনের বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ । 2025 সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষা হতে চলেছে 27 এপ্রিল । উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস সাতদিন পর হবে সে বছরের রাজ্য জয়েন্ট পরীক্ষা । শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর ।

পাশাপাশি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেই আগামী দিনে সমস্ত তথ্য দেওয়া হবে । সেখান থেকেই পড়ুয়ারা পরীক্ষার সম্পর্কে বিশদে জানতে পারবেন । উল্লেখ্য, রাজ্যে এই পরীক্ষা নেওয়া হয় মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং স্থাপত্যবিদ্যার বিষয়ে পড়াশোনায় ভর্তির ক্ষেত্রে ।

সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3 মার্চ থেকে, যা শেষ হবে 18 মার্চ । হিসেব মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । অন্যদিকে, দিল্লির দুটো বোর্ডের পরীক্ষাও শেষ হয়ে যাবে 18 মার্চ । ফলে পড়ুয়ারা জয়েন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী বছর বেশ অনেকটাই সময় হাতে পাবে । তবে জয়েন্টের ফর্ম ফিলাপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাস থেকে । সেই বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট পেজে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here