দক্ষিণে বসন্তের ছোঁয়া ! হালকা বৃষ্টি উত্তরে

0
9

The Calcutta Mirror Desk , Pallab : দক্ষিণবঙ্গে আগামী 5 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও গতকাল পারদ পতন হয়েছে ৷ আজ শুক্রবারেও পারদ নিম্নমুখী থাকার পূর্বাভাস রয়েছে ৷ দু’দিনে বাতাসে বসন্তের ছোঁয়া পেয়ে নাতিশীতোষ্ণ আবহাওয়ার আশা যাঁরা করছেন, তাদের সেই ভাবনায় সারবত্তা নেই। কারণ আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই পারদ চড়বে।

সর্বোচ্চ তাপমাত্রার নীচের দিকে নামার কোনও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের। আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যাথাক্রমে 30 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।

সোমবার অর্থাৎ মার্চের 10 তারিখের পর থেকে পারদ আরও কিছুটা চড়বে। মার্চের শুরুতেই গায়ে যথেষ্ট তাপ লাগছে। দিনের বেলা দীর্ঘক্ষণ বাইরে থাকা অস্বস্তিকর হচ্ছে ৷ বাতাসে শুষ্কতার করাণে ত্বকে টান পড়ছে ৷ বসন্তকালে নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রত্যাশিত ৷ আলিপুর আবহাওয়া দফতর বলছে, মার্চ মাসে এই ধরনের আবহাওয়াই স্বাভাবিক। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে ৷ গতকাল এবং আজ তা স্বাভাবিকের নীচে অবস্থান করলেও আপাতত আগামী 4-5 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই ৷ এইরকমই চলবে ৷ তবে সোমবারের থেকে ফের চড়বে পারদ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here