কবে সন্ত্রাসের মদতদাতা ‘পাকিস্তান’কে কড়া জবাব দেবে ভারত ? অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী

0
5

The Calcutta Mirror Desk , Pallab : পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি, এবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক। রাজনাথ সিংহ ও জেনারেল নাকাটানির মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা। ছমাসের মধ্যে দুই প্রতিরক্ষামন্ত্রীর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক। তুঙ্গে প্রত্যাঘাতের প্রস্তুতি, ফের হুঙ্কার রাজনাথ সিংহ-র। ‘দেশের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে’। ‘দেশবাসী যা চাইছেন, সেটাই হবে’। ‘শত্রুদের ভাষাতেই তাদের জবাব দেবেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামালার ১৩ দিন পার। জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি।

প্রতি ১ কিলোমিটার অন্তর মোতায়েন বাহিনী। পর্যটকশূন্য গুলমার্গ। কীভাবে পাকিস্তানকে জবাব? প্রধানমন্ত্রীর বাসভবনে আবার বৈঠক। গতকাল থেকে মোদির বাসভবনে পরপর বৈঠক । এবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ-র সঙ্গে বৈঠক মোদির । গতকাল নৌসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী । জম্মু-কাশ্মীরের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন মোদি। রণহুঙ্কার তো চলছে কিন্তু কবে শত্রুর উচিত শাস্তি হবে ? সেই দিকেই তাকিয়ে গোটা ভারত.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here