The Calcutta Mirror Desk, Pallab : হিন্দু ধর্ম থেকে বহিষ্কৃত রাহুল গান্ধী। রবিবার লোকসভার বিরোধী দলনেতাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সংসদে মনুস্মৃতি নিয়ে কংগ্রেস সাংসদের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট ছিলেন শঙ্করাচার্য। এই নিয়ে রাহুলের জবাব তলব করেছিলেন তিনি। কিন্তু উত্তর পাননি। এর পরেই তাঁকে হিন্দু ধর্ম থেকে ‘বহিষ্কার’ করার ঘোষণা করেন তিনি। তবে হিন্দুধর্ম থেকে রাহুল গান্ধী কেন, কোনও ব্যক্তিকেই বহিষ্কার করার ক্ষমতা শঙ্করাচার্য বা অন্য কারও আছে কি না, সেই প্রশ্ন উঠেছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সংসদে বক্তৃতা দিতে গিয়ে মনুস্মৃতি নিয়ে রাহুল গান্ধীর নেচতিবাচক মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। মনুস্মৃতির একটি অনুলিপি হাতে নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা বলেছিলেন, ‘মনুস্মৃতি ধর্ষকদের রক্ষা করে’। বিজেপির উদ্দেশে তিনি বলেছিলেন, ‘এটা আপনাদের ধর্মগ্রন্থ। এখানে পরিস্কার লেখা আছে, যারা মনুস্মৃতি মানবে না, তারা হিন্দু নয়।’