বঙ্গ বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে !

0
1

The Calcutta Mirror Desk , Pallab : 

একাদশতম সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি ৷ ছাব্বিশের ভোটের আগে এরাজ্যে বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে ৷ রাজ্যসভার এই সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হবে আজ , বৃহস্পতিবার ৷

মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচনের নোটিফিকেশন জারি করা হয় ৷ সেই নোটিফিকেশন অনুযায়ী, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ৷ সেই সময়ের মধ্যে সভাপতি পদে মনোনয়ন জমা দেন শমীক ৷ আরও একজন মনোনয়ন জমা দেন ৷ পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মনোনয়ন বাতিল হয় ৷ ফলে শমীকের নাম সভাপতি হিসেবে ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷

এদিন বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷ সেখানে জানানো হয়, বঙ্গ বিজেপির ‘সংগঠন পর্ব-2024’ শুরু হয়েছিল গত বছর অগস্টে ৷ এদিন ছিল তার চূড়ান্ত পর্ব ৷ এদিন জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য 60 জন নেতা মনোনয়ন জমা দিয়েছেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here