The Calcutta Mirror Desk :
সব জল্পনার অবসান। বাংলায় এসআইআর হচ্ছেই। বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর।
গত ৮ অগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে SIR। এ দিন সুপ্রিমকোর্টে SIR সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। একইসঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কীভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী।
এদিন শুনানি পর্বে বিচারপতি সূর্যকান্ত বলেন, “পশ্চিমবঙ্গে এখনও SIR শুরু হয়নি”। এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের কমিশনের চিঠি দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন।