The Calcutta Mirror Desk : ছোবল মারছে, এদিকে কোনও ব্যাথা-জ্বালা নেই ! এমন সাপের আতঙ্কে কাঁটা বাংলার পাশের রাজ্য।
বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে। আর এবার তো বর্ষা চলছে দীর্ঘ সময় ধরে। আর এই সময় বিহারের গ্রাম, মফস্বলে ভয়ঙ্কর এক সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অনেকের দাবি, এবার ছোবল মারলেও টের পাওয়া যায় না। জ্বালাও করছে না। এক মিনিটের মধ্যেই বিষ ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে। মৃত্যু পর্যন্ত হচ্ছে।
এক প্রজাতির বিষধর সাপের খোঁজ পাওয়া গেল বিহারে। এর আগে মাত্র দুটি এই প্রজাতির সাপের হদিশ পাওয়া গিয়েছিল। সম্প্রতি সেই সংখ্যা বেড়েছে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে প্রবল আতঙ্ক দেখা দিয়েছে।