সেপ্টেম্বর মাসে ৭৫ বছরে পা দেবেন মোদী ! অবসর রাজনীতি থেকে ?

0
1

The Calcutta Mirror Desk : 

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই কি তিনি প্রধানমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেবেন? অবসর নেবেন রাজনীতি থেকে? এই জল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। বিরোধীদের মুখেও এই দাবি শোনা গিয়েছে। সত্যিই কি তাই? অবশেষে বয়স বিতর্ক নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বললেন, ‘৭৫-এ অবসর নেওয়ার কথা আমি কখনও বলিনি।‘

বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শে পরিচালিত। দুই সংগঠনেই অলিখিত নিয়ম রয়েছে যে ৭৫ বছর বয়স হলে, পদ থেকে সরে দাঁড়াতে হবে। যেমনটা লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশীর ক্ষেত্রে হয়েছিল। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও কি এই বছরই অবসর নেবেন?

বৃহস্পতিবার (২৮ অগস্ট) আরএসএসের শতবার্ষিকীর অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “আমি কখনও বলিনি, ৭৫ বছর বয়স হলে কারও অবসর নেওয়া উচিত। আমি কখনও বলিনি আমি ৭৫ বছর বয়সে অবসর গ্রহণ করব বা অন্য কেউ করবে। সঙ্ঘে আমরা স্বয়ংসেবক। যে কাজ দেবে, আমরা সেই কাজই করব, তা আমরা করতে চাই বা না চাই। ৮০ বছর বয়সেও সুযোগ পেলে সঙ্ঘের কাজ করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here