হিন্দু রাষ্ট্রের পথে নেপাল ?

0
12

The Calcutta Mirror Desk : 

সুশীলা কার্কিকে অন্তর্বর্তিকালীন সরকারর প্রধান হিসেবে বেছে নিয়েছে জেন জ়ি। কিন্তু তাঁকে কি শাসনের সুয়োগ দেবে নেপালি সেনা ? আপাতত সেনার অধীনেই আছে নেপাল। দু’দিন ধরে হিংসাত্মক জেন জ়ি আন্দোলন চলার পরে আইন-শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নিয়েছে সেনা। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিগডেল। তাঁর বক্তব্যে কোনও চমক ছিল না। শান্তি ও শৃঙ্খলা রক্ষার আবেদন করেছেন। কিন্তু সকলের নজর কেড়েছে সিগডেলের পিছনে দেওয়ালে টাঙানো একটি ছবি।

ছবিটি নেপালের কোনও বর্তমান শাসকের নয় (যদিও মঙ্গলবারই পতন ঘটেছে কেপি শর্মা ওলি সরকারের)। ছবিটি নেপালের প্রাক্তন হিন্দু রাজা পৃথ্বীনারায়ণ শাহের। ক্ষুদ্র ক্ষদ্র আঞ্চলিক শক্তিগুলিকে একত্রিত করে আধুনিক নেপালের ভিত্তি স্থাপন করেছিলেন তিনিই।

সেনাপ্রধানের পিছনের দেওয়ালে রাজার ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত কোনও দেশের সেনাপ্রধানের কার্যালয়ের দেওয়ালে সেই দেশের বর্তমান শাসক বা জাতির জনকের ছবি থাকে। ভারতে যেমন সেনাপ্রধানের কার্যালয়ে মহাত্মা গান্ধীর ছবি থাকে। সঙ্গ থাকে বর্তমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here