সময়ের আগেই বিদায়ের পথে বর্ষা !

0
9

The Calcutta Mirror Desk :

প্রবেশের মতো সময়ের আগেই বিদায়ের পথে বর্ষা ৷ শুক্রবার গভীর রাতে এমনই জানা গেল ৷ দেশে বর্ষা আসে কেরল হয়ে আর বিদায়ের পর্ব শুরু হয় উত্তর-পশ্চিম ভারত থেকে ৷ সাধারণত 17 সেপ্টেম্বর থেকে বিদায় নিতে শুরু করে মৌসুমী বায়ু ৷ প্রায় একমাস সময় নিয়ে 15 অক্টোবর বা তার আশপাশে দেশ থেকে বিদায় নেয় বর্ষা ৷ এবার 15 তারিখ মানে সোমবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ৷

উমার বাপেরবাড়ি আসার অপেক্ষায় থাকা বাঙালিদের জন্য এই পূর্বাভাসের একটা বিশেষ মানে আছে ৷ দেশের একটি অংশ থেকে বর্ষা সময়ের আগে বিদায় নিচ্ছে ৷ এমতাবস্থায় আশা করা যায় অন্য অংশ থেকেও সময়ের আগে বিদায় নেবে ৷ তবে একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে তাতে খুশি হওয়ার তেমন কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই ৷ বঙ্গে বর্ষা বিদায় নেয় 12 অক্টোবর বা তার আশাপাশে ৷ এবার সেটা কয়েক দিন এগিয়ে এলেও পুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না ৷ কারণ, পুজো শুরু সেপ্টেম্বরের শেষে ৷ অক্টোবরের প্রথম সপ্তাহের শেষে লক্ষ্মীপুজো ! তার মানে বর্ষা আগে বিদায় নিলেও পুজোয় মেঘমুক্ত আকাশের দেখা মেলার আশা না করাই ভালো ৷ তার মানে কি পুজোর চারদিনই বৃষ্টি হবে ? হাওয়া অফিস বলছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও হয়নি ৷

এদিকে, অস্বস্তিকর গরমে জেরবার বাংলা। আলিপুর আবহাওয়া দফতর হালকা বৃষ্টির পূর্বাভাস দিলেও তার দেখা মিলছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আকাশ মেঘ জমছে। তাতে অস্বস্তি আরও বাড়ছে। তবে এরইমধ্যে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত দুর্যোগ চলবে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here