The Calcutta Mirror Desk :
রবিবার সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কাল বিকেলে সিএবিতে আসবেন তিনি। তবে সৌরভ একা নন, তাঁর প্যানেলের বাকিরাও একই সঙ্গে মনোনয়ন জমা দেবেন। এখনও পর্যন্ত যা খবর, সচিব পদে সৌরভের বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসের চেয়ারে বসা অনেকটাই চূড়ান্ত। সঞ্জয় নিয়ে অবশ্য বললেন, ‘শেষ মুহূর্তে দেখা যাক, কী হয়।’
২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। ওই দিনই সিএবি প্রেসিডেন্টের চেয়ারে বসবেন সৌরভ। বিরাট কিছু বদল না হলে নির্বাচন না হওয়ার দিকেই এগোচ্ছে সিএবি। সবাই তাকিয়ে রবিবারের দিকে। সৌরভদের দিক থেকে কী রকম প্যানেল জমা পড়ছে দেখার পরে হয়তো দু–একটি পদে কেউ কেউ মনোনয়ন জমা দিতেও পারেন।