The Calcutta Mirror Desk :
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে চালু হয়েছে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল। নিত্যযাত্রীদের কাছে বিষয়টি ছিল একেবারে সুখবরের মতো। মনে হয়েছিল, এবার অন্তত ভিড়ের চাপে দমবন্ধ অবস্থা থেকে খানিকটা মুক্তি মিলবে। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই যাত্রীদের অভিযোগ, আরাম নয়, এসি লোকালও হয়ে উঠেছে দমবন্ধ ভ্রমণের প্রতিচ্ছবি।
শুক্রবার সকাল থেকে চালু হয়েছে বনগাঁ এসি লোকালের পরিষেবা। দু’দিন যেতেই সোমবার থেকেই উঠছে একের পর এক অসন্তোষের সুর। নিত্যযাত্রীদের অনেকেই ভেবেছিলেন, বেশি ভাড়া দিয়েও একটু স্বস্তিতে পৌঁছতে পারবেন কর্মস্থলে। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি উল্টো।
ভিড়ের চাপে দাঁড়িয়ে থাকা দায়, শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে সকালবেলার ডাউন ট্রেনে তিলধারণের জায়গা নেই। গেট পর্যন্ত ঠাসা ভিড়ের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। কেউ কেউ আবার এসি ট্রেন ছেড়ে জেনারেলের দিকেই ঝুঁকেছেন আবার।