The Calcutta Mirror Desk :
মেঘ জমে কিন্তু বৃষ্টি নামে না । কোথাও আবার ছিটেফোঁটা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে ৷ ভাদ্রের গরম বিদায়বেলায় অস্বস্তি বাড়িয়ে বঙ্গ জীবন অস্থির করে তুলেছে । সমুদ্রে নিম্নচাপ ঘনালেও তার তেমন প্রভাব দক্ষিণবঙ্গের ওপর নেই । বৃষ্টি তাই বাড়ন্ত গাঙ্গেয় বঙ্গে ।
যদিও উত্তরবঙ্গে বৃষ্টি হাত খুলে খেলছে । আলিপুরের দেওয়া আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে রয়েছে এই নিম্নচাপ । এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায় । তবে এই নিম্নচাপের ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বা ঢুকছে রাজ্যে ।
দক্ষিণবঙ্গে আজও আর্দ্রতাজনিত গরম ও অস্বস্তি বজায় থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হবে । সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু জেলায় ৷ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও হুগলিতে ।
সোম ও মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে । দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে । এই দু’দিন কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে । তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
উত্তরবঙ্গে আজও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে । আজ রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় । বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের বেশ কিছু জেলায় ।