The Calcutta Mirror Desk :
ইস্টবেঙ্গল: ৩ (জেসন ২, ডেভিড)
ডায়মন্ড হারবার: ১ (পবন)
কলকাতা লিগে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলেন সমর্থকরা। রবিবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে ছিল কার্যত বদলা নেওয়ার। ডুরান্ডের সেমিফাইনালে হারের বদলা রবিবার কিশোরভারতীতে ডায়মন্ড হারবারকে ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।
সুপার সিক্সের প্রথম ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। এই দুই ফুটবলারই রেখেই এদিন প্রথম একাদশ সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এদিন শুরু থেকেই তুল্যমূল্য লড়াইয়ে জমে উঠেছিল খেলা। ইস্টবেঙ্গলকে ২৩ মিনিটে এগিয়ে দেন ডেভিড লালহানসাঙ্গা। এক্ষেত্রে আমন সিকের তারিফ করতে হয়। তাঁর পাস থেকেই বল জালে জড়ান ডেভিড।