The Calcutta Mirror Desk :
বুধবার, ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষে জাতীয় ও রাজ্য স্তরে বেশ কিছু কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ দিকে সাধারণ মানুষের আগ্রহ দেখা যাচ্ছে মোদীর সম্পদ, বেতন, শিক্ষাগত যোগ্যতার মতো ব্যক্তিগত তথ্য সম্পর্কে। কত টাকা বেতন পান প্রধানমন্ত্রী মোদী, জানেন ? আমেরিকা, ব্রিটেনের মতো বহু দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় তাঁর বেতন কিন্তু অনেক কম।
ভারতের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১.৬৬ লক্ষ টাকা। এর মধ্যে তার মূল বেতন ৫০,০০০ টাকা, অতিরিক্ত ভাতা ৩,০০০ টাকা, দৈনিক ভাতা ৬২,০০০ টাকা এবং সাংসদ ভাতা ৪৫,০০০ টাকা। অর্থাৎ, বছরে তিনি প্রায় ২০ লক্ষ টাকা বেতন পান।
এ বার দেখে নেওয়া যাক অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা কত করে বেতন পান। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেতন পান বছরে 4 লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৫১ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বর্তমান বার্ষিক বেতন হলো ৬,০৭,৪৭১ অস্ট্রেলিয়ান ডলার বা ৩,৫৬,৪৩,০০০ টাকা।
তবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ বেতন পাওয়া রাষ্ট্রনেতা হলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। গত বছর তিনি বার্ষিক বেতন পেয়েছেন প্রায় ২২ লক্ষ সিঙ্গাপুর ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫.১৪ কোটি টাকা।