পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !

0
54

The Calcutta Mirror Desk : 

নিজের ৭৫তম জন্মদিনে পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammad) শীর্ষ কমান্ডারকে ভারতের অপারেশন সিঁদুরে হওয়া ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে দেখা গিয়েছে। এমনকি এই অভিযানে মাসুদ আজহারের পরিবারও ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে স্বীকার করেছেন ওই জইশ কমান্ডার। সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদি বলেন, ‘নতুন ভারত কেবল সন্ত্রাসের প্রতিই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানায় না, বরং কারও পরমাণু হুমকিকেও ভয় পায় না।’

বুধবার মধ্যপ্রদেশের ধরে একটি বিশাল সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। তাই আমরা অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ওই জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছি। আমাদের সাহসী সেনাবাহিনী চোখের পলকে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছে।’

এরপরই জইশ কমান্ডারের স্বীকারোক্তির কথা উল্লেখ করে মোদি বলেন, ‘গতকালই সমগ্র জাতি এবং বিশ্ব দেখেছে যে, আরও একজন পাকিস্তানি জঙ্গি কীভাবে নিজেদের অগ্নিপরীক্ষার বর্ণনা দিয়েছে। এটিই হল নতুন ভারত। এই ভারত কারও পরমাণু হুমকিকে ভয় পায় না। বরং এই নতুন ভারত ঘরে ঢুকেই নিজের শত্রুকে আঘাত করে।’ তিনি এও উল্লেখ করেন, ‘পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে জইশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here