The Calcutta Mirror Desk :
সরাসরি মুখ্য নির্বাচনী কমিশনারকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার ভোট চুরি নিয়ে ফের সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ বৈঠকে জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে তিনি বলেন, “আমি লোকসভার বিরোধী দলনেতা ৷ হালকা করে বলছি না ৷ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ৷ যাঁরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, মুখ্য নির্বাচনী কমিশনার তাঁদের রক্ষা করছেন ৷” এবার কংগ্রেস সাংসদ 6 হাজারেরও বেশি ভোট চুরির অভিযোগ তুলেছেন ৷
তাঁর অভিযোগকে ভিত্তিহীন বলে দাগিয়েছে নির্বাচন কমিশন ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টে কমিশন জানায়, “রাহুল গান্ধির করা অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন ৷ অনলাইনে কোনও আম নাগরিক ভোটারদের নাম বাদ দেওয়া যায় না ৷ গান্ধি বিভ্রান্ত করছেন ৷” ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হলে সেই ব্যক্তিকে অন্তত একবার তাঁর আবেদন জানানোর সুযোগ দেওয়া হয়, জানিয়েছে স্বশাসিত ভোট পরিচালন সংস্থা ৷