প্রয়াত ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন !

0
13

The Calcutta Mirror Desk : 

হাসপাতাল থেকে আর ফেরা হল না ৷ প্রয়াত ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ ৷ গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত ৷

জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF) -এ যোগদানের সময় দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। অসমের বিখ্যাত গায়িকা এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গকে গুরুতর দুর্ঘটনার পর সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি করা হয়ে।

শুক্রবার থেকে শুরু হওয়া নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণকারী এই শিল্পী স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৷ সেখানে তিনি হঠাৎই জ্ঞান হারান ৷ গায়ককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই গায়কের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here