বেআইনি নিয়োগে জড়িত পার্থ-মুকুল ! বিস্ফোরক দাবি

0
56

The Calcutta Mirror Desk : 

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার ট্রায়াল শুরু। প্রথমদিন সাক্ষ্য দিলেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান। ভয়ঙ্কর অভিযোগ করলেন তিনি।

তাঁর দাবি, বেআইনি নিয়োগের জন্য তাঁর কাছে চাপ আসত। চাপ দিতেন মুকুল রায়। সাক্ষ্যগ্রহণে তিনি একথা বলেছেন। এমনকি তিনি এও বলেছেন, শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষে চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও।

আদালতে চাঞ্চল্যকর দাবি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের। তিনি আরও দাবি করেছেন, এসএসসি-র চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার আদালতে ৮ জন সাক্ষীর নাম জমা করেছে সিবিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here