বাংলার বুকে পূজিত হন অষ্টাদশভুজা দেবীদুর্গা !

0
56

The Calcutta Mirror Desk : 

কোথাও দশভুজা, কোথাও অষ্টভুজা আবার কোথাও অষ্টাদশভুজা রূপেও পূজিত হন দুর্গা। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপোতা গ্রামের দেব পরিবারের পুজো প্রায় ৪৫০ বছরের পুরোনো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে চণ্ডীমঙ্গলের রচয়িতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর নামও।

সারা বছর ধরে এ বাড়িতে অষ্টধাতুর মূর্তি পুজো করা হয়। রয়েছে প্রাচীন মন্দির। শারদীয়ার সময়ে বাড়িতে এসে শিল্পী মাটির প্রতিমা গড়েন। মায়ের গয়না থেকে সাজসজ্জা, সবই হয় মাটি দিয়ে। এখানে মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তি থাকে না। পটচিত্রে আঁকা হয় তাঁদের।

দেব পরিবারের সদস্যরা জানান, ষষ্ঠীতে বোধন এবং সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই মূল পুজোর শুরু হয়। তবে, তার আগে জিতাষ্টমীর পরের দিন থেকে নানা আচার শুরু হয়ে যায়। ১৩ দিন ধরে দেবীকে ১৩ রূপে পুজো করা হয়। ষষ্ঠী থেকে শুরু হয় দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত হয় হোমযজ্ঞ, সন্ধিপুজোর পরে দেবনাগরী লিপিতে লেখা বিশেষ পুঁথির মন্ত্রোচ্চারণে হয় অষ্টাদশভুজার ‘গুপ্তপুজো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here