পরীক্ষায় ‘লেটার মার্কস’ পেলে ভোটের টিকিট ! বিরাট পদক্ষেপ বিজেপির

0
58

The Calcutta Mirror Desk : 

বিধানসভা ভোটে প্রার্থী ঝাড়াই–বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি এ বার অতিরিক্ত সতর্ক। রীতিমতো কষ্টি পাথরে যাচাই করে তবেই কাউকে টিকিট দেওয়া হবে বলে ঠিক করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেতার সম্ভাবনা আছে, এমন বিধানসভা আসনগু‍লির সম্ভাব্য বিজেপি প্রার্থীদের দলের কেন্দ্রীয় নেতারা ইন্টারভিউ নিতে পারেন বলে দলীয় সূত্রে খবর। সেই পরীক্ষায় ‘লেটার মার্কস’ নিয়ে উতরোলে তবেই ’২৬–এর ভোটে মিলবে পদ্ম–প্রতীক।

২০২১–এর বিধানসভা ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহরা সর্বশক্তি দিয়ে এ রাজ্যে ঝাঁপিয়েছিলেন। সাংগঠনিক ভাবে দুর্বল কোনও রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই পরিমাণ সক্রিয়তা অতীতে কখনও দেখা যায়নি বলে রাজনৈতিক মহলের অভিমত।

কিন্তু তার পরেও তৃণমূলের সঙ্গে যুঝে উঠতে পারেনি বিজেপি। ৭৭টি আসনেই সে বার থেমে গিয়েছিল বাং‍লায় বিজেপির অশ্বমেধের ঘোড়া। এর জন্য অবশ্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে দায়ী করেছিলেন গেরুয়া ব্রিগেডের সর্বোচ্চ নেতৃত্ব। দলের অন্দরে তাঁদের যুক্তি ছিল, প্রার্থী ঝাড়াই–বাছাই প্রক্রিয়ায় ‘যোগ্যতা’ একমাত্র মাপকাঠি হলে বিজেপির এরকম দুরবস্থা হতো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here