The Calcutta Mirror Desk :
ভারতের সবচেয়ে বড় শত্রু কে? পাকিস্তান, চিন, নাকি অন্য কেউ? শনিবার গুজরাটের ভাবনগর থেকে খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তুললেন ‘আত্মনির্ভর ভারত’-এর স্লোগান। জোর দিলেন স্বদেশি পণ্যে।
এ দিন ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মোদী। ‘সমুদ্র সে সমৃদ্ধি’ প্রকল্পের উদ্বোধন করেন। পরে সমাবেশ থেকে ভাষণ দিতে গিয়ে দেশের শত্রু আর মিত্র চিহ্নিত করে দেন মোদী। তিনি বলেন, ‘ভারত আজ বিশ্ববন্ধু। গোটা বিশ্বেই বড় কোনও শত্রু নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের উপর নির্ভরশীলতা।’
রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন ট্রাম্প। এই নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনাও চালাচ্ছে ওয়াশিংটন। তবে রফাসূত্র এখনও মেলেনি। এর মধ্যেই H-1B ভিসা পেতে ১ লক্ষ ডলার ফি দিতে হবে বলে ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। রিপোর্ট অনুযায়ী, ৭১ শতাংশ আমেরিকার প্রবাসী ভারতীয়র কাছে এই ভিসাই রয়েছে। প্রধানমন্ত্রীর মতে, এই নির্ভরতা কমাতে হবে।