ডিজিটাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে মহালয়ার নস্টালজিক মুহূর্ত গুলো !

0
51

The Calcutta Mirror Desk : 

রাত পোহালেই মহালয়া। মানে পুরোনো রেডিয়োর ধুলো ঝাড়ার পালা। আর সেই রেডিয়োতেই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা। কিন্তু ডিজিটাল মিডিয়ার ভিড়ে সেই নস্টালজিক মুহূর্তগুলো যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।

এক সময় মহালয়ার কয়েক দিন আগে থেকেই রেডিয়ো কেনা বা পুরোনো রেডিয়ো মেরামতের হিড়িক পড়ে যেত। সেই দিন এখন অতীত। রেডিয়োর সেই বাজারও এখন আর নেই। তার জায়গা নিয়েছে স্মার্টফোন এবং অন্যান্য আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। তবে গ্রাম বাংলার কিছু মানুষ অবশ্য এখনও পুরোনো রেডিয়ো আঁকড়ে ধরে আছেন। কিন্তু সেগুলো খারাপ হয়ে গেলে আর সারানো সম্ভব হয় না, কারণ বাজারে যন্ত্রাংশ পাওয়াই দুষ্কর।

প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি বলেন, ‘আমাদের সময়ে গ্রামে হাতে গোনা কিছু বাড়িতে রেডিয়ো ছিল। মহালয়ার ভোরে গ্রামের মানুষ সকলে দল বেঁধে একসঙ্গে সেই সব বাড়িতে গিয়ে ভিড় জমাত মহিষাসুরমর্দিনী শোনার জন্য। কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদের এই প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here