The Calcutta Mirror Desk :
জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে বক্তব্যে প্রথমেই নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান। তার পরই জিএসটি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের কথা জানান। নতুন প্রজন্মের কথা ভেবে জিএসটি সংস্কারের সিদ্ধান্তের কথা বলেন। যা আগামিকাল থেকে দেশজুড়ে লাগু হচ্ছে।
জাতির উদ্দেশে ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী…
আমাদের প্রতিটি বাড়িকে স্বদেশির প্রতীক করে তুলতে হবে। প্রতিটি দোকানকে স্বদেশি পণ্য দিয়ে সাজাতে হবে। গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি পণ্য কিনি, স্বদেশি পণ্য বিক্রি করি।
আত্মনির্ভর ভারতে অভিযানে যোগ দেওয়ার জন্য রাজ্যগুলিকে আবেদন জানাই। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।
এই সংস্কার শুধু জিনিসের দাম কমাবে না, নতুন সুযোগ তৈরি করবে। মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে। যুবসমাজ উপকৃত হবে। পুরো অর্থনীতি নতুন গতি পাবে।
আগে মানুষ বিভিন্ন করের জালে আটকে পড়ত। অন্য শহরে পণ্য পরিবহণ করা কঠিন ছিল। প্রথমে অন্য শহরে পণ্য পরিবহণের খরচ গ্রাহকদের কাছ থেকে নেওয়া হত। ২০১৭ সালে নতুন ইতিহাস তৈরির সূচনা হয়। আমরা জিএসটিকে আমাদের অগ্রাধিকার দিয়েছি। জিএসটি সংস্কারের ফলে বৃদ্ধি ত্বরান্বিত হবে। সকলকে সঙ্গে নিয়ে স্বাধীন ভারতে কর সংস্কার হয়েছে।
আগামিকাল থেকে দেশে নতুন জিএসটি হার কার্যকর করা হচ্ছে। ৯৯ শতাংশ পণ্যের উপর মাত্র ৫ শতাংশ কর আরোপ করা হবে। এই সংস্কারগুলি ভারতের বৃদ্ধির গতি ত্বরান্বিত করবে।
জিএসটি-তে এখন শুধু দুটো ধাপই থাকবে। একটা ৫ শতাংশ ও অন্যটা ১৮ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। মানুষের সঞ্চয় বাড়বে।
নবরাত্রির প্রথম দিনে স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ করা হচ্ছে। আগামিকাল থেকে সকলেই মিষ্টিমুখ করবে। সঞ্চয় উৎসব থেকে সকলেই উপকৃত হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।