The Calcutta Mirror Desk :
একেই বলে ওস্তাদের মার শেষ রাতে ! আমেরিকা যেখানে এইচ-১বি ভিসায় কড়াকড়ি করছে, ১ লক্ষ মার্কিন ডলার চাইছে ভিসার জন্য, সেখানেই পাল্টা চাল চিনের। আমেরিকায় যে বিপুল সংখ্যক দক্ষ ও প্রতিভাবান বিদেশি কর্মী রয়েছে, তাদের নিজেদের দেশে আনতে নতুন ভিসা চালুর ঘোষণা করল চিন। কী এই ভিসা, কাদের জন্য, কী কী সুবিধা পাওয়া যাবে, জেনে নিন —-
চিন আনতে চলেছে কে ভিসা (K visa)। এই ভিসা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অঙ্কের মতো ক্ষেত্রে কর্মরত বা গবেষণারত যুবদের জন্যই আনা হয়েছে, যাতে তারা চিনে পড়তে এবং কাজ করতে আসেন। চিনা প্রশাসন জানিয়েছে, গত অগস্ট মাসেই এই নতুন ভিসা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন ভিসা চালু হবে।