The Calcutta Mirror Desk :
৪৪০ বছর আগে পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুর বাইনখাঁড়া গ্রামে ভট্টাচার্য বাড়িতে প্রথম শুরু হয়েছিল দুর্গাপুজো। হাজার হাজার বছর পুরোনো এই পুজোয় জৌলুস কম হলেও বনেদিয়ানা ও রীতিনীতিতে কোনও ঘাটতি হয়নি। তবে আর পাঁচটা বনেদি বাড়ির তুলনায় ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজোয় কিছু বিশেষত্ব রয়েছে।
এখানে দেবী দুর্গার মুখ কালো। মা এখানে পোড়া মুখ নিয়েই পূজিত হন। দেবীর সারা শরীরের রংও ঝলসানো তাম্রবর্ণের। তবে এর পিছনে একটা কাহিনি রয়েছে। আর তাই শহরতলির থিমের পুজোকে টেক্কা দিয়ে প্রতিদিন ভট্টাচার্য বাড়িতে দর্শকদের ভিড় জমে পোড়ামুখী দুর্গা দর্শনের জন্য।
চলতি বছর ভট্টাচার্য বাড়ির পুজো ৪৪১ তম বর্ষে পদার্পণ করল। প্রায় ৪৪১ বছর আগে বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশধররা মা দুর্গার পুজো শুরু করেছিলেন। মূলত জমিদার বাড়ির শোভা ও আভিজাত্য প্রদর্শনের জন্যই দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল। আর পাঁচটা জমিদার বাড়ির মতোই সাবেকি মতে এখানে পুজো শুরু হয়েছিল। পাঁঠা ও মহিষ বলি হতো।