কলকাতায় অঘটন , ৫ ঘণ্টার বৃষ্টি কেড়ে নিল সাতটি প্রাণ

0
50

The Calcutta Mirror Desk :

কলকাতায় শুধুই অঘটন। ৫ ঘণ্টার বিপর্যয় কেড়ে নিল সাতটি প্রাণ। খোলা তারেই নিহত পথচারিরা। মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টি যার জেরে একেবারে জলমগ্ন হয়েছে কলকাতা। কোমর অবধি জলে ডুবেছে মহানগরের একের পর এক রাস্তা। আর সেই জলে ডোবা রাস্তাতেই যেন পাতা ছিল মৃত্যুফাঁদ। প্রাণ কেড়ে নিল একের পর এক।

প্রথম ঘটনাটি ঘটে নেতাজিনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি একজন ফল বিক্রেতা। বিদ্য়ুৎস্পৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। বৃষ্টির মধ্য়ে ভোরবেলা সাইকেল নিয়ে নিজের কাজে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই জলের তোড়ে সাইকেলের ভারসাম্য হারান তিনি। নিজেকে সামাল দিতে একটি বিদ্যুৎ খুঁটিতে হাত রাখেন। আর তৎক্ষণাৎ বিদ্যুৎ কেড়ে নিল প্রাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here