ফের ভারতকে ঘুরিয়ে খোঁচা ট্রাম্পের !

0
36

The Calcutta Mirror Desk : 

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মনে করেছিলেন সুর বুঝি নরম করছেন মার্কিন প্রেসিডেন্ট। তার পরে ফের দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শুরু, দুই বিদেশমন্ত্রীর বৈঠক। কিন্তু মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন, ‘ভারতের বন্ধু’ তিনি এখনও নন। ফের ভারত-পাকিস্তান-সহ সাতটি যুদ্ধ থামানোর দাবি। ফের ইউক্রেন যুদ্ধে টাকা ঢালার অভিযোগ ভারতের বিরুদ্ধে। আর এ বার কোনও সাংবাদিক বৈঠকে নয়, খোদ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বার্ষিক সভার মঞ্চে।

ট্রাম্প বলেন, ‘অগণিত প্রাণহানি হচ্ছিল এবং এর সমাধানের জন্য আমাকে হস্তক্ষেপ করতে হয়েছিল।’ কোন সাতটি যুদ্ধ থামিয়েছেন, আরও একবার বলেছেন: কম্বোডিয়া-থাইল্যান্ড, কঙ্গো-রোয়ান্ডা, পাকিস্তান-ভারত, ইজ়রায়েল-ইরাক, মিশর-ইথিওপিয়া এবং আর্মেনিয়া-আজারবাইজান।

তিনি দাবি করেন, তিনি সাত মাসে যা করেছেন আর কোনও দেশ তার কাছাকাছি কিছু করে দেখাতে পারেনি। যেটা রাষ্ট্রপুঞ্জের করার কথা, সেটা তাঁকে করতে হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। আর সাতটি যুদ্ধ থামানোর জন্য রাষ্ট্রপুঞ্জ একবারও তাঁর প্রশংসা করেনি বলে অনুযোগও করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here