সমুদ্রে ফের নিম্নচাপ ! কেমন থাকবে দুর্গাপুজোর আবহাওয়া ?

0
28

The Calcutta Mirror Desk : 

বৃষ্টির হাত ধরে প্রবল দুর্যোগ মঙ্গলবার দেখেছে কলকাতা । বৃষ্টিপাতের পুরনো রেকর্ড ভাঙা বৃষ্টিতে কোমর জলে ডুবেছে তিলোত্তমা ৷ এখন আশঙ্কা, ফের কি একই রকম বৃষ্টি অপেক্ষা করছে ?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে সমুদ্রে ফের নিম্নচাপ ঘনাতে চলেছে । যার অভিমুখ হয়ত বাংলার দিকে সরাসরি নয় । তবে কিছুটা হলেও প্রভাব পড়বে । আপাতদৃষ্টিতে বলা যায়, বৃষ্টির ছায়া পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস পূর্বাভাসে জানিয়েছেন, শঙ্কা তো থাকছেই । সতর্কতা এবং নিষেধাজ্ঞা থাকছে মৎস্যজীবীদের জন্যও ।

চতুর্থী অর্থাৎ বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হবে ৷ এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে । পঞ্চমীর দিন অর্থাৎ শুক্রবার তা পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এর প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে । ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ।

আজকের আবহাওয়া কেমন থাকবে

আজ বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে । জেলায় জেলায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 24 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

 

আগামিকাল ও পরশু অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে । শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ কলকাতা-সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here