প্রলয়ের আতঙ্ক জাগিয়ে ফের লাভা উদ্গীরণ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির !

0
77

The Calcutta Mirror Desk : 

প্রলয়ের আতঙ্ক জাগিয়ে ফের লাভা উদ্গীরণ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির। আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি ঘুম ভেঙে জেগে উঠল গত ২০ সেপ্টেম্বর। প্রবল বিস্ফোরণের জেরে আন্দামানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার সক্রিয় হল আগ্নেয়গিরিটি।

জনবসতিহীন ব্যারন দ্বীপে আগ্নেয়গিরির ভয়াবহ সে দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে নৌসেনার তরফে। নৌসেনার জাহাজ থেকে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে লাভা ও ধোঁয়া। দাবি করা হচ্ছে, চলতি মাসে দ্বিতীয়দফার স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্নুৎপাত ঘটেছে। যার ফলে অল্পমাত্রায় লাগাতার লাভা ও ধোঁয়া বের হতে দেখা যায় আগ্নেয়গিরিটি থেকে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কোনওরকম সতর্কতা জারি করা হয়নি প্রশাসনের তরফে।

উল্লেখ্য, ব্যারন দ্বীপে দেশের একমাত্র এই আগ্নেয়গিরির উচ্চতা সমুদ্রপৃষ্ট থেকে ৩৫৪ মিটার। যেখানে প্রথম অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছিল ১৭৮৯ সালে। এরপর ১৯৯১ সালে বড়সড় অগ্নুৎপাত ঘটে। দীর্ঘদিন ধরে তা সক্রিয় ছিল। ২০১৭ ও ২০১৮ সালেও সক্রিয় হয় এটি। পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যারন দ্বীপ মাত্র ৮.৩৪ বর্গ কিলোমিটার। এখানে মানুষের বাস না থাকলেও পাখি ও বন্যজন্তুদের অবাধ বিচরণভূমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here