বনগাঁ-শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল !

0
55

The Calcutta Mirror Desk : 

দত্তপুকুর এ পয়েন্ট খারাপ, বনগাঁ-শিয়ালদা শাখার আপ ডাউন ট্রেন বন্ধ রয়েছে। দ্রুত পয়েন্ট ঠিক করা কাজ চলছে। প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলে সমস্যা হয়েছে। বিকেল সাড়ে ৫ টার পর থেকে এই সমস্যা শুরু হয়।রেলের তরফ থেকে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

দত্তপুকুরে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ায় কারণে আচমকা ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচলে। চরম দুর্ভোগে পড়লেন অফিসফেরত যাত্রীরা। বুধবার বিকেলে দত্তপুকুর স্টেশন সংলগ্ন রেলের পয়েন্ট খারাপ হয়ে যাওয়ায় ঘটে এই বিপত্তি।

জানা গিয়েছে, সন্ধ্যা পাঁচটা কুড়ি নাগাদ দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি পয়েন্ট খারাপ হয়ে যায়। ফলে আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ। এর জেরে ডাউন লাইনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল। এর ফলে শিয়ালদহ থেকে বনগাঁমুখী এবং বনগাঁর দিক থেকে শিয়ালদহগামী ট্রেনগুলি পরপর স্টেশনে দাঁড়িয়ে গিয়েছিল। যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে স্টেশনগুলিতে। অফিস থেকে ফেরা নিত্যযাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হঠাৎই লোকাল ট্রেন গুলি দাঁড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here