প্রকাশিত হল 2023 সালের TET পরীক্ষার ফলাফল ! পাশের হারে চমক

0
29

The Calcutta Mirror Desk : 

ঠিক 1 বছর 9 মাস পর প্রকাশিত হল 2023 সালের টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট)-এর ফলাফল৷ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা ফলাফল অনুযায়ী পাশ করেছেন মাত্র 2.47 শতাংশ পরীক্ষার্থী৷

2023 সালের 24 ডিসেম্বর শেষবার টেট হয়েছিল পশ্চিমবঙ্গে৷ তার পর কেটে গিয়েছে এক বছর নয় মাস৷ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা৷ বুধবার বিকেলে সেই অপেক্ষা শেষ হয়৷ প্রকাশিত হয় 2023 সালে নেওয়া এই পরীক্ষার ফল৷

এদিন সন্ধ্যা 6টা থেকে পরীক্ষার্থীরাও জেনে নিতে পেরেছেন নিজেদের ফলাফল৷ পর্ষদের সরকারি ওয়েবসাইটেই ফলাফল দেখে নিতে পেরছেন পরীক্ষার্থীরা৷ এবার প্রাথমিকের টেট-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3 লক্ষ 9 হাজার 54 জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল 2 লক্ষ 73 হাজার 147 জন। সেখানে মোট পাশ করেছে 6754 জন। অর্থাৎ 2.47 শতাংশ পাশ করেছে৷ প্রথম দশে রয়েছেন 64 জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here