The Calcutta Mirror Desk :
প্রায় চার দশক পর অবসর নিচ্ছে মিগ-২১। শুক্রবার শেষবারের মতো আকাশে ডানা মেলবে সোভিয়েত জমানার যুদ্ধবিমানটি। এবার প্রশ্ন, বায়ুসেনায় এই জায়গা পূরণ করবে কে ? বিশ্লেষকদের ধারণা সত্যি করে শূন্যস্থান পূরণে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট। আজ, বৃহস্পতিবার হ্যালের (HAL) সঙ্গে ৬২ হাজার ৩৭০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই টাকায় বিমান বাহিনীর জন্য কেনা হবে ৯৭টি তেজস যুদ্ধবিমান। তালিকায় রয়েছে অন্যান্য সমর সরঞ্জামও।