বর্ষার পর এবার ভয়ংকর শীত !

0
93

The Calcutta Mirror Desk : 

বর্ষাকাল শেষ হয় জুলাই-অগস্ট মাসে। তবে এবার সেপ্টেম্বর মাস শেষ হতে চললেও, বৃষ্টি থেকে নিস্তার মিলছে না। বরং অতিবৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, ধস, হড়পা বানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্য সম্পূর্ণ বিপর্যস্ত। কলকাতাও দিন দুয়েক আগেই ভেসে গিয়েছে ভয়ঙ্কর বৃষ্টিতে। এই বৃষ্টিতেই নাজেহাল, তাহলে আপনার জন্য় অপেক্ষা করছে আরও দুর্ভোগ। বর্ষার পর এবার শীতও ভয়ঙ্কর পড়তে চলেছে। হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, তাই এবার পড়বে। গোটা ভারত কাঁপবে সেই ঠান্ডায়। এর কারণ লা নিনা।

বিগত কয়েক বছরের মধ্যে এবারই সবথেকে ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে। মৌসম ভবন ও মার্কিন আবহাওয়া পূর্বাভাস সেন্টারের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে এবার ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ হবে। বিশেষ করে উত্তর ভারতে শৈত্য প্রবাহ হবে। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে লা নিনা তৈরির সম্ভাবনা ৭১ শতাংশ।

লা নিনা একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ ছোট্ট মেয়ে। এটি একটি জলবায়ুগত অবস্থা যা প্রশান্ত মহাসাগরের উপরের তলকে অস্বাভাবিকভাবে শীতল করে। এটা এল-নিও পুনরাবৃত্তিমূলক জলবায়ু চক্র, যা লা নিনায় শীতল এবং এল নিনোতে উষ্ণ আবহাওয়া তৈরি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here