The Calcutta Mirror Desk :
বৃহস্পতিবার সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। এর ফাঁকে অনেকে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছিলেন। কিন্তু সন্ধ্যা গড়াতেই পুরো চিত্র বদলে গেল। ঘড়ির কাঁটায় আটটা বাজতেই মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর কলকাতায়। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। পুজোর মুখে ফের কি দুর্যোগের পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ?
হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার যে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস ছিল, সেটা এখনও তৈরি হয়নি। সুতরাং বৃহস্পতিবার সন্ধ্যার এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমে রয়েছে। সেই বাষ্প থেকেই বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে টানা ২-৩ ঘণ্টা বৃষ্টি চলবে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই কয়েক ঘণ্টা হাওয়া অফিসের তরফ থেকে সকলকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।