The Calcutta Mirror Desk :
ফের শুল্কের কোপ ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ফার্মাসিউটিক্যাল পণ্য (Pharmaceutical Products) আমদানির উপরে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন। আগামী ১ অক্টোবর থেকেই এই শুল্ক কার্যকর হবে এই শুল্ক। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতে বিরাট প্রভাব পড়তে পারে, কারণ ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ রফতানি হয় আমেরিকায়।
নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।”