ট্রাম্পের সঙ্গে বৈঠকে কার্যত ‘ইয়েস বস’ মানসিকতা দেখালেন শাহবাজ ! চিন্তা বাড়বে মোদীর

0
68

The Calcutta Mirror Desk : 

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয়েছে, স্পষ্ট জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ! বৃহস্পতিবারই হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকের পর পাকিস্তানের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে, স্পষ্ট উল্লেখ করা হয়, ট্রাম্পের সাহসী নেতৃত্বেই থেমেছে ভারত-পাক সংঘর্ষ। অর্থাৎ ভারতের দাবি নস্যাৎ করল ইসলামাবাদ।

ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। কিন্তু এই নিয়ে বরাবর উলটো সুর শোনা গিয়েছে ইসলামাবাদের তরফে। অপারেশন সিঁদুরের পরই নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করে পাকিস্তান। তাদের তরফে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন বলেই বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে।

তবে এবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরেই মার্কিন প্রেসিডেন্টের প্রতি কার্যত ‘ইয়েস বস’ মানসিকতা দেখালেন শাহবাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here