The Calcutta mirror desk: ভারত তো বটেই গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিবেশবিদ হিসেবে এক ডাকে তাকে সকলে চেনেন। তার বিরুদ্ধেই কি না নিউ জেনারেশনকে উস্কানি দেওয়ার অভিযোগ।নেপালের পর ভারতের লাদাখ। ধীরে ধীরে অশান্ত হয়ে উঠেছে লাদাখের বর্তমান পরিস্থিতি। আতঙ্কিত পর্যটকরা। বুধবার লাদাখের রাজধানীতে হিংসার ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিমান সোনাম ওয়াংচুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করে গ্রেপ্তার করা হয় তাকে। কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন চলেছে ইতিমধ্যেই বেশ কয়েক বিক্ষোভ কারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই বিশিষ্ট খ্যাতিসম্পন্ন পরিবেশ বিশেষজ্ঞকে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে জাতির নিরাপত্তার বিরুদ্ধে ক্রমাগত উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লেহ এপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালাইনসের সাথে বৈঠক করলেও তার ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ। এদিকে রাজনৈতিক ও প্রকৃতিগতভাবে লাদাখের সামগ্রিক পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্র বলছে পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে আলোচনা করবার আগেই লাদাখ অশান্ত হয়ে ওঠে।উল্লেখ্য ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে তাদের এই কেন্দ্রশাসিত অঞ্চলকে এমন দাবি তুলেছে লাদাখ। আন্দোলন ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল বলে অভিযোগ। সেই হিংস্র আন্দোলনে হিংসার বীজ বপন করেছিলেন তিনি বলে অভিযোগ। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে রাষ্ট্রের লজ্জা বলে আখ্যা দিচ্ছেন একাংশ খ্যাতিসম্পন্ন মানুষ। তাদের অভিযোগ বাংলাদেশে চিনময় প্রভুর গ্রেফতারী এবং ভারতবর্ষে সোনামের গ্রেফতারি আসলে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বাক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়ার নামান্তর।


