বিদ্রোহ পরিবারের বিরুদ্ধে ! নয়া দল ঘোষণা করলেন লালু যাদবের বড় ছেলে তেজপ্রতাপ

0
46

The Calcutta Mirror Desk : 

পরিবার থেকে ত্যাজ্য, বহিষ্কৃত হওয়ার পর এবার বিদ্রোহী তেজপ্রতাপের প্রত্যাঘাত! বিহার নির্বাচনের আগে আরজেডির চাপ বাড়িয়ে নয়া দল ঘোষণা করলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তেজপ্রতাপের নতুন এই দলের নামকরণ করা হয়েছে জনশক্তি জনতা দল বা জেজেডি।

বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সোশাল মিডিয়ায় নিজের দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন তেজপ্রতাপ। যেখানে জেজেডি দলের প্রতীক চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে ব্ল্যাক বোর্ডের ছবি। একইসঙ্গে জানিয়েছেন, ‘রাজ্যবাসী তাঁকে ভোটে জেতালে উন্নয়নের জোয়ারে ভাসবে বিহার। এক্স হ্যান্ডেলে তেজপ্রতাপ লিখেছেন, বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা নিবেদিত। আমাদের লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন এনে এক নয়া ব্যবস্থা নির্মাণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here