কলকাতাকে টক্কর দিচ্ছে বনগাঁর একাধিক প্রাচীন সাবেকি পুজো !

0
39

The Calcutta Mirror Desk : 

বনগাঁয় একাধিক বিগ বাজেটের পুজো হয়। একাধিক পুজো রয়েছে যা টেক্কা দিতে পারে কলকাতার পুজোকে। বড় পুজোগুলির মধ্যে অন্যতম বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো। এ বছর ৪০তম বর্ষ। এ বারের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির।

বনগাঁর আরও একটি বড় পুজো হলো বনগাঁ ১১-এর পল্লি যুব গোষ্ঠীর পুজো। এ বছর ৫৯তম বর্ষে পা দিল। এ বছরের থিম ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’। বনগাঁর ১২-এর পল্লি স্পোর্টিং ক্লাব এ বছর তুলে ধরেছে ময়ূর মহল। মহিলা পরিচালিত পুজো এ বছর ৪৬তম বর্ষে পদার্পণ করল। সর্ষে গাছের ডাল, ভুট্টার খোসা ও কাশফুল দিয়ে সম্পূর্ণ ময়ূর মহল গড়ে তুলেছেন মণ্ডপ শিল্পীরা।

বনগাঁর আরও এক প্রাচীন এবং বড় পুজো হল বনগাঁ অভিযান সংঘের পুজো। এ বছর ৮০তম বর্ষে পদার্পণ করল। থিম ডোকরা শিল্প। প্রতিমাতেও অভিনবত্ব এই পুজোয়।

গাইঘাটা উত্তর বকচোরা দুর্গাপুজো কমিটির এ বারের থিম নারী সুরক্ষা। নারীদে নিরাপত্তা, সুরক্ষার অধিকারকে সামনে রেখেই এই থিম।

গোবরডাঙা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের দুর্গাপুজোর আকর্ষণ ১১০ ফুটের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। গড়পাড়া বিধান স্মৃতি সংঘের এ বছরের ৪৬ তম বর্ষে দুর্গাপুজোর থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। যার উচ্চতা ১১০ ফুট চওড়া ৯৫ ফুট। গড়পাড়া বিধান স্মৃতি সংঘের দুর্গাপুজো গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্তের পুজো বলে পরিচিত। প্রতি বছরের মতো এ বছরও প্রচুর ভিড় হবে আশা করছেন কর্তৃপক্ষ।

বনগাঁর প্রাচীনতম পুজোগুলির মধ্যে ঐতিহ্য, আবহের বিচারে এই পুজোর তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো। তবে, এগুলি ছাড়াও বনগাঁর আরও একাধিক প্রসিদ্ধ মণ্ডপ রয়েছে। একাধিক পুজো রয়েছে যেগুলি এই তালিকায় স্থান পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here