The Calcutta Mirror Desk :
গান্ধী জয়ন্তীর মাত্র তিনদিন আগেই লন্ডনে গান্ধীমূর্তি বিকৃত করল দুষ্কৃতীরা ! জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর ট্যাভিস্টক স্কোয়্যারে ওই মূর্তির পাদদেশে গান্ধী জয়ন্তীর আয়োজন চলছিল। তারমধ্যেই গান্ধীমূর্তিতে কালি লেপে, অশোভন বার্তা লেখার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের হাই কমিশন।
গান্ধী জয়ন্তী অর্থাৎ ২ অক্টোবরকে অহিংস দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। সেই উপলক্ষে প্রত্যেক বছরই ট্যাভিস্টক স্কোয়্যারের এই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাজানো হয় জাতির জনকের পছন্দের ভজনগুলিও। চলতি বছরেও একইভাবে এই মূর্তিকে ঘিরে উদযাপনের আয়োজন চলছিল। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই গান্ধীমূর্তিতে কালি লেপে দিয়েছে দুষ্কৃতীরা। মূর্তিতে কালো কালি দিয়ে দুষ্কৃতীরা লিখেছে, ‘গান্ধী হিন্দুস্তানি সন্ত্রাসবাদী’।


